নিয়ামতপুরে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মতবিনিময় সভা

প্রকাশিত: জুলাই ২২, ২০২৩; সময়: ৫:৫৫ অপরাহ্ণ |
নিয়ামতপুরে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : সরকার স্বীকৃত ঔষধ ব্যবসায়ীদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি নওগাঁর নিয়ামতপুর উপজেলার উপ-শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিসিডিএস নিয়ামতপুর উপ-শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নিয়ামতপুর উপ-শাখার সহ-সভাপতি মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ও বিসিডিএস নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ আতাউর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নিয়ামতপুর উপ-শাখার সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নওগাঁ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি স্বপন সরদার, বিসিডিএস নওগাঁ জেলা শাখার সদস্য মোশারফ হোসেন শান্ত, আসাদুজ্জামান সিদ্দিকী, বিসিডিএস নওগাঁ জেলা শাখার কার্যকরী সদস্য মাহফুজুর রহমান, রায়হান শামীম ও সাদিকুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।

প্রধান অতিথি বলেন,ঔষধের মান নিয়ন্ত্রণ করার চেষ্টা সরকারের রয়েছে, লাইন্সেন বিহীন দোকান ও ভেজাল ঔষধ দোকানে থাকবে না। আপনারা কেউ যেন সমিতির নামে চাঁদাবাজি করবেন না। কেউ চাঁদাবাজি করতে এলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আপনারা স্বাধীনভাবে ব্যবসা করবেন।

বিসিডিএস ঔষধদের সঠিক মূল্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ঔষধ ব্যবসায় শৃঙ্খলা আনতে হবে এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে হবে। সেই সাথে ঔষধ ব্যবসায়ীদের স্বার্থ, মর্যাদা, একাত্মতা, বৈধভাবে ব্যবসা পরিচলনা এবং স্বাস্থ্য সেবার মান উন্নত রাখতে কাজ করা হচ্ছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে