বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও নবীন-বরণ

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩; সময়: ৪:৪৪ অপরাহ্ণ |
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও নবীন-বরণ

নিজস্ব প্রতিবেদক : উত্তরাঞ্চলের অত্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও সামার ২০২৩ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে মহানগরীর নিজস্ব ক্যাম্পাস খড়খড়ি বাইপাসে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়াও আরেও উপস্থিত ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, জেনারেল সেক্রেটারি এ.কে.এম কামরুজ্জামান খান, ট্রাস্টের সদস্য মোহাম্মদ আলী দ্বীনসহ অন্যান্য অতিথি বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ২০০৮ সালের দিকে এই উত্তর বঙ্গে বেসরকারিভাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমরা প্রধানমন্ত্রীর নিকট প্রস্তাবনা রাখি। প্রধানমন্ত্রী এই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেয়।

২০১৭ সালে উত্তর বঙ্গের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যেটি প্রধান মন্ত্রীর হাত দিয়ে গড়ে উঠেছে এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করে নজির সৃষ্টি করেছেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় মানে সার্টিফিকেট কেনা-বেচা বিক্রি করা হয় এমন মনোভাব থেকে বেরিয়ে এসে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিয়েছে এখানে মানসম্মত শিক্ষা প্রদান করা হয়। এই বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে তাদের আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

পরে প্রতিমন্ত্রীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে