নওগাঁর পত্নীতলায় ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩; সময়: ১১:০০ পূর্বাহ্ণ |
নওগাঁর পত্নীতলায় ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার

পদ্মাটাইমস ডেস্ক : নওগাঁর পত্নীতলায় ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৩ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

সোমবার (২৪ জুলাই) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে রোববার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বসলৈ ও কান্তাকিসমত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— পত্নীতলা উপজেলার বসকৈল গ্রামের নীরেন পাহান (৪৮) একই উপজেলার কান্তাকিসমত গ্রামের বাবুল পাহান (৩৪) এবং অসীম পাহান (৩৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দলের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃতে রাতে উপজেলার বসলৈ এবং কান্তাকিসমত এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ২ হাজার ৫৩ লিটার চোলাই মদসহ ওই ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রে পর মাদক কারবারিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ অবৈধভাবে নিজ বাড়িতে তৈরি করতেন।

এরপর জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পত্নীতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে