নামাজে সূরা ফাতিহা দুইবার পড়ে ফেললে করণীয়

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩; সময়: ২:০২ অপরাহ্ণ |
খবর > ধর্ম
নামাজে সূরা ফাতিহা দুইবার পড়ে ফেললে করণীয়

পদ্মাটাইমস ডেস্ক : ফরজ নামাজের প্রথম দুই রাকাতে এবং সুন্নত ও নফল নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া অবশ্যক। হানাফি মাজহাব অনুসারে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। অন্য মাজহাবে তা পাঠ করা ফরজ।

কেউ যদি ফরজ নামাজের প্রথম দুই রাকাতে অথবা সুন্নত ও নফল নামাজের কোনও রাকাতে সূরা ফাতিহা পড়তে ভুলে যায়, তাহলে তাকে সিজদায়ে সাহু দিতে হবে।

তবে যদি কেউ ফরজ নামাজের শেষ দুই রাকাতে সূরায়ে ফাতেহা ছেড়ে দেয় বা সুরা ফাতেহার জায়গায় অন্য সূরা পড়ে নেয় তাহলে তার নামাজ হয়ে যাবে। এক্ষেত্রে সেজদায়ে সাহু ওয়াজিব হবে না এবং পুনরায় নামাজ পড়তে হবে না।

কারণ ফরজের শেষ দুই রাকাতে সূরায়ে ফাতেহা পড়া সুন্নত। আর নামাজে সুন্নত ছেড়ে দিলে নামাজ ভেঙ্গে যায় না এবং এ কারণে সিজদায়ে সাহুও ওয়াজিব হয় না। -(আহসানুল ফাতাওয়া;৪/৫০ ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ;৭/৪১২)

এছাড়া কেউ যদি ফরজ নামাজের প্রথম দুই রাকাতের কোনো এক রাকাতে এবং সুন্নত ও ওয়াজিব নামাজের যেকোনো রাকাতে পূর্ণ সুরা ফাতিহা বা তিন আয়াত পরিমাণ দুইবার বা কয়েকবার পড়ে ফেলে তাহলে তার জন্য সাহু সিজদা করা ওয়াজিব। -(হাশিয়াতুত তাহতাভি, পৃ. ৪৬০, হিন্দিয়া : ১/১২৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/১৭৪)

সাহু সিজদা যেভাবে দেবেন –

সাহু সিজদার সঠিক পদ্ধতি হচ্ছে— সাহু সিজদা যার ওপর ওয়াজিব হয়েছে, সে শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে ডান দিকে এক সালাম ফেরাবে। এরপর তাকবির বলে নামাজের মতো দুইটি সিজদা করে বসে যাবে এবং তাশাহহুদ, দরুদ, দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফেরাবে।

সালামের আগে সিজদা করলে নামাজ হয়ে যাবে। তবে তা মাকরুহে তানজিহি। (মুসনাদে আহমদ, হাদিস : ১৮১৮৮; বুখারি, হাদিস : ১১৫০-১১৫৩; তিরমিজি, হাদিস : ৩৬১)

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে