ড. বিধান চন্দ্র দাসের সাথে বীর প্রতীক মু. শামসুল আলমের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩; সময়: ২:০৪ অপরাহ্ণ |
ড. বিধান চন্দ্র দাসের সাথে বীর প্রতীক মু. শামসুল আলমের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাসের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. মু. শামসুল আলম, বীর প্রতীক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এসময় তিনি উপাচার্য মহোদয়কে তাঁদের সম্পাদিত ‘জলবায়ু পরিবর্তন’ শীর্ষক বই উপহার দেন। মঙ্গলবার (২৫ জুলাই, ২০২৩) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে উপাচার্য দপ্তরে তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় এনবিআইইউ উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালে মু. শামসুল আলম রাজশাহী ক্যাডেট কলেজে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে যোগ দেন। স্বাধীনতার পর কিছুদিন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন।

পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগে যোগ দেন এবং শিক্ষকতা করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহস ও বীরত্বের জন্য বাংলাদেশ সরকার মু. শামসুল আলমকে বীর প্রতীক খেতাবে ভূষিত করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে