বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩; সময়: ৮:১৯ অপরাহ্ণ |
বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী গার্ল ইন রোভার স্কাউট গ্রুপের ২৪-২৬ জুলাই পর্যন্ত কলেজ প্রাঙ্গনে বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা। আরো উপস্থিত ছিলেন এডুকেশন ক্যাডার্স কাউন্সিল এর সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা ও গার্ল ইন রোভার স্কাউটস-এর গ্রুপ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।

উক্ত অনুষ্ঠানে মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়। মহা তাঁবু জলসায় নবাগত রোভাররা এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। তিন দিনব্যাপী এ কর্মসূচিতে রোভারের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয় যেমন হাইকিং, স্কাউট ওন, তাঁবু কলার বিভিন্ন বিষয়। এরপর ভিজিল সম্পন্ন করে রোভাররা দীক্ষা গ্রহণ করে। অধ্যক্ষ মহোদয় দীক্ষা প্রাপ্ত নবাগত ৩০ জন রোভারকে ব্যাজ ও স্কার্ফ পরিয়ে দেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে