মহসমাবেশ শুরুর চার ঘণ্টা আগেই নয়াপল্টনে বিপুল নেতা–কর্মী

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৩; সময়: ১১:৪৫ পূর্বাহ্ণ |
মহসমাবেশ শুরুর চার ঘণ্টা আগেই নয়াপল্টনে বিপুল নেতা–কর্মী

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে আজ শুক্রবার বেলা দুইটা থেকে বিএনপির মহাসমাবেশ শুরু হওয়ার কথা। তবে সকাল ১০টায় সমাবেশ শুরুর চার ঘণ্টা আগেই বিএনপির নেতাকর্মীদের জমায়েতে ভরে গেছে দলটির সমাবেশস্থল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিপুল সংখ্যক নেতাকর্মী গতকাল রাতেই সমাবেশ স্থলে এসে হাজির হয়েছেন। এদের মধ্যে অনেকে রাতভর নয়াপল্টনে অবস্থান নিয়ে স্লোগান দিয়েছেন।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশ করছে বিএনপি।
সরেজমিনে দেখা যায়, কাকরাইল মসজিদের সামনে থেকে নাইটিঙ্গেল মোড় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক হয়ে ফকিরাপুল পর্যন্ত সড়কে বিএনপির নেতা–কর্মীরা অবস্থান নিয়েছেন। অন্যদিকে মালিবাগ আবুল হোটেল থেকে শুরু করে মালিবাগ মৌচাক, সেগুনবাগিচা কাঁচাবাজার, বিজয় নগর পানির ট্যাংকসহ নয়াপল্টনের আশপাশের অলিগলিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়েছেন।

রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে পৃথক মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন নেতা–কর্মীরা। ঢাকার আশপাশের জেলা উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকেও মিছিল নিয়ে নেতাকর্মীরা মহাসমাবেশস্থলে আসছেন।

বেলা সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখার সময় সভামঞ্চ থেকে বিভিন্ন প্রতিবাদী সংগীত পরিবেশন করা হয়।

নয়াপল্টনে কার্যালয়ের উল্টোপাশে এক চা–দোকানি বলেন, গতরাত থেকেই নয়াপল্টনে হাজার হাজার নেতা–কর্মী এসে হাজির হয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে