উত্তরায় বিএনপি-পুলিশ পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৩; সময়: ১২:৪০ অপরাহ্ণ |
উত্তরায় বিএনপি-পুলিশ পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর উত্তরায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

শনিবার (২৯ জুলাই) উত্তরার জসিমউদ্দীন এলাকায় আগোরার সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে এই এলাকায় জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। সাড়ে ১১টার দিকে তারা সড়ক অবরোধ করলে কিছুক্ষণ পরে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

দুপুর ১২টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোয়া ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কাউকে আটকের খবর পাওয়া যায়নি। দুপুর সোয়া ১২টায় এই প্রতিবেদন লেখ পর্যন্ত উত্তরা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। শুক্রবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি।

পরে ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, গাবতলী, যাত্রাবাড়ী দনিয়া, টঙ্গী, আবদুল্লাহপুর, বাবুবাজার, নবাবপুর প্রভৃতি এলাকায় অবস্থান ও শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগও।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে