যেসব স্থানে সড়কে নেমেছেন বিএনপি নেতাকর্মীরা

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৩; সময়: ১:০৩ অপরাহ্ণ |
যেসব স্থানে সড়কে নেমেছেন বিএনপি নেতাকর্মীরা

পদ্মাটাইমস ডেস্ক : সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে শনিবার রাজধানীর বিভিন্ন প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু করেছে বিএনপি। সকাল ১১টা থেকে পুলিশ ও আওয়ামী লীগের বাধা উপেক্ষা করেই শুরু হয় দলটির অবস্থান কর্মসূচি।

শনিবার (২৯ জুলাই) বিএনপির মিডিয়া সেল থেকে জানায়, নয়াবাজার, গাবতলী, শনির আখড়া, চিটাগং রোড়, উত্তরা, ধোলাইপাড় এলাকায় অবস্থান কর্মসূচি শুরু হয়।

রাজধানীর বিএনএস সেন্টার, উত্তরা-এর উলটো দিকে বিএনপি ঢাকা মহানগর উত্তরের ব্যানারে কর্মসূচি পালন করা হচ্ছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

নয়াবাজার, পুরান ঢাকা, বিএনপি অফিস এলাকায় ঢাকা মহানগর দক্ষিণের ব্যানারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

এসএ খালেক বাসস্টেশন, গাবতলী এলাকায় বিএনপি ঢাকা মহানগর উত্তরের ব্যানারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রাজধানীতে প্রবেশের অন্যতম প্রবেশপথ দনিয়া কলেজসংলগ্ন, চিটাগং রোড় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ব্যানারে অবস্থান করবে দলটি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের শনিবার ঢাকার প্রতিটি প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপির পাশাপাশি দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী ৩৬টি দল ঢাকার প্রবেশমুখে কর্মসূচি পালন করার ঘোষণা দেয়।

সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৬-দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরামসহ মোট ৩৬টি দলও আজ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে।

এ ছাড়া গণঅধিকার পরিষদের দুই অংশ ও এবি পার্টি একই কর্মসূচি পালন করবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে