সংঘর্ষের চিত্র এবার যেসব দূতাবাসে পাঠাবে বিএনপি

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩; সময়: ১০:২৬ পূর্বাহ্ণ |
সংঘর্ষের চিত্র এবার যেসব দূতাবাসে পাঠাবে বিএনপি

পদ্মাটাইমস ডেস্ক : আগামী নির্বাচন ঘিরে রাজনীতি গড়িয়েছে সহিংসতায়। শনিবার রাজধানীর প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ সংঘর্ষে অনেকেই আহত হন। এ সংঘর্ষের পুরো চিত্র প্রতিবেদন আকারে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, জাতিসংঘসহ বিভিন্ন রাষ্ট্রদূত ও মানবাধিকার সংস্থার কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ইতোমধ্যে সংঘর্ষের ভিডিও, স্থির তথ্যচিত্রসহ তথ্য-প্রমাণ সংগ্রহ শুরু করেছে দলটি।

শিগগিরই তা পাঠানো হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সারা দেশে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার তথ্য সংগ্রহ করে আমরা বিভিন্ন দূতাবাস ও মানবাধিকার সংস্থার কাছে পাঠাই। এটা নিয়মিত ঘটনা। শনিবার বিএনপি নেতাকর্মীদের ওপর নৃশংস হামলার তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। সবকিছু প্রস্তুত হলে আমরা সেগুলো পাঠাব।

বিএনপির একাধিক নীতিনির্ধারক বলেন, বাংলাদেশের জনগণের ওপর ভিসানীতি দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার পথে যারা বাধা সৃষ্টি করবে তাদেরকে এ ভিসানীতির আওতায় আনা হবে। কী কী পদক্ষেপ বাধা হিসাবে গণ্য হবে সেটাও উল্লেখ করা হয়েছে।

সেখানে বিরোধী দলের সভা-সমাবেশে বাধা দেওয়ার বিষয়টিও রয়েছে। তারা মনে করেন, বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছে। শনিবারের অবস্থান কর্মসূচিতে বিনা উসকানিতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এটা নিঃসন্দেহে বিরোধী দলের সভা-সমাবেশে বাধা হিসাবে গণ্য হবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে