সুনামগঞ্জে পুলিশের বেরিক্যাড ভেঙে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩; সময়: ১:৪৮ অপরাহ্ণ |
সুনামগঞ্জে পুলিশের বেরিক্যাড ভেঙে বিএনপির বিক্ষোভ মিছিল

পদ্মাটাইমস ডেস্ক : সুনামগঞ্জে পুলিশের বেরিক্যাড ভেঙে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। ঢাকায় বিএনপি সমাবেশে আওয়ামী লীগ, পুলিশের নির্যাতন ও গণহারে গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার (৩১ জুলাই) দুপুর ১২টার পরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের কাছে বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

জানা যায়, মিছিলটি শহরের খামারখাল এলাকায় গেলে পুলিশ বেরিক্যাড দিয়ে বাঁধা দেয়। বাঁধার মুখে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হয়।

একপর্যায়ে পুলিশের বেরিক্যাড ভেঙে সামনে এগিয়ে যায় বিএনপির বিক্ষোভ মিছিলটি। দফায় দফায় পুলিশি বাঁধার পর বিক্ষোভ মিছিলটি কালীবাড়ি পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন, ঢাকায় বিএনপি সমাবেশ নষ্ট করার লক্ষ্যে পুলিশ ও আওয়ামী লীগ নির্যাতন চালাচ্ছে।

নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করেছে। বিএনপি কেন্দ্রীয় নেতাদের মারধর করা হয়েছে। এসব করে ক্ষমতায় ঠিকে থাকতে পারবে না। আন্দোলন বন্ধ করার চেষ্টা করে লাভ হবে না সরকার পদত্যাগ না করলে আন্দোলন রাজপথে চালিয়ে যাব।

সরকার ক্ষমতায় থাকতে ষড়যন্ত্র করছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি রাজপথে থাকবে। বিএনপি নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। না হলে রাজপথে আন্দোলন আরও তীব্র হবে।

এসময় বিএনপির জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে