নির্বাচনের ফল পাল্টানোর প্রচেষ্টায় অভিযুক্ত ট্রাম্প

প্রকাশিত: আগস্ট ২, ২০২৩; সময়: ১১:৪৩ পূর্বাহ্ণ |
নির্বাচনের ফল পাল্টানোর প্রচেষ্টায় অভিযুক্ত ট্রাম্প

পদ্মাটাইমস ডেস্ক : ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ফলাফল পাল্টে দেওয়ার প্রচেষ্টা চালানোর অভিযোগ আনা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।

আজ বুধবার বিবিসি এ খবর জানিয়েছে। এ নিয়ে চারটি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন ট্রাম্প। এর আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুস দেওয়ার মামলায় অভিযুক্ত হন তিনি। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করার ষড়যন্ত্র এবং নাগরিক অধিকারের ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগে বলা হয়েছে, নির্বাচনে পরাজিত হয়েও ট্রাম্প ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিলেন। এ কারণে ২০২০ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের পরে তিনি ফলাফলে জালিয়াতি হয়েছে দাবি করেন এবং প্রকৃতপক্ষে তিনিই জিতেছেন বলে মিথ্যা বলছিলেন।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। জালিয়াতির অভিযোগ তুলে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প ফলাফল মানতে রাজি না হওয়ায় বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তার সমর্থকেরা কংগ্রেস ভবনে (ক্যাপিটল) হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নেতৃত্বদানকারী বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ মঙ্গলবার সন্ধ্যায় বলেছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি (কংগ্রেস ভবনে) ওই হামলা ছিল আমেরিকান গণতন্ত্রের আসনে একটি ভয়ংকর আক্রমণ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে