হাওরে গ্রেপ্তার বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন

প্রকাশিত: আগস্ট ২, ২০২৩; সময়: ৩:২৮ অপরাহ্ণ |
হাওরে গ্রেপ্তার বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন

পদ্মাটাইমস ডেস্ক : সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৬ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাকি দুজনের বয়স কম হওয়ায় তাদের জন্য শিশু আদালতে জামিন চাইবেন আইনজীবীরা।

বুধবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় আইনজীবীরা সুনামগঞ্জ মুখ্য বিচারিক আদালতের জামিন চাইলে বিচারক মোহাম্মদ ফারহান সাদিক তাদের জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল বলেন, আসামিরা দেশের মেধাবী শিক্ষার্থী, তারা হাওরে ঘুরতে এসেছে। পুলিশ শুধু সন্দেহের বশে এতজন মেধাবী শিক্ষার্থী ভবিষ্যৎ নষ্ট করতে পারে না। তারা সবাই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান, সবাই মেধাবী শিক্ষার্থী। পরে এসব বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে গত সোমবার (৩১ জুলাই) দুপুরে তাহিরপুর থানার এসআই মো. রাশেদুল কবির বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। বিকেলে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত রোববার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় তাহিরপুর উপজেলার ১ নম্বর শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টাঙ্গুয়ার হাওড়ের পাটলাই নদীর পাড়ে অবস্থান করা শহীদুলের ইঞ্জিনচালিত নৌকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, আটক সবাই শিবিরের নেতাকর্মী। তারা হাওরে ঘুরবে বের হওয়ার নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিল। ঢাকা থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশ তাদের আটক করে।

আটক শিক্ষার্থীরা হলেন, আফিফ আনোয়ার, বখতিয়ার নাফিস, সাইখ সাদিক, ইসমাইল ইবনে আজাদ, সাব্বির আহম্মেদ, তাজিমুর রাফি, সাদ আদনান অপি, শামীম আল রাজি, আব্দুলাহ আল মুকিত, জায়িম সরকার, হাইছাম বিন মাহবুব, মাহমুদুর হাসান, খালিদ আম্মার, ফাহাদুল ইসলাম, তানভির আরাফাত ফাহিম, এ টি এম আবরার মুহতাদ, ফয়সাল হাবিব, আব্দুল বারি, আনোয়ারুল্লাহ সিদ্দিকী, বাকি বিল্লাহ, মাহাদি হাসান, আলী আম্মার মৌয়াজ, টি এম তানভির হোসেন, রাশেদ রায়হান, সাকিব শাহরিয়ার, ফায়েজ উস সোয়াইব, আব্দুর রাফি, আশ্রাফ আলী, মাহমুদ হাসান, এহসানুল হক, মাঈন উদ্দিন, রাইয়ান আহম্মেদ সাজিদ, তানিমুল ইসলাম ও আব্দুল্লাহ মিয়া।

এদিকে মঙ্গলবার গ্রেফতার শিক্ষার্থীদের অভিভাকরা এক সংবাদ সম্মেলনে দাবি করেন, আমাদের সন্তানরা নিরপরাধ। তারা কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নয়, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে