ভুল ইংরেজিতে ক্ষোভ ঝাড়লেন জায়েদ খান

প্রকাশিত: আগস্ট ২, ২০২৩; সময়: ৩:৪১ অপরাহ্ণ |
ভুল ইংরেজিতে ক্ষোভ ঝাড়লেন জায়েদ খান

পদ্মাটাইমস ডেস্ক : সম্প্রীতি, শান্তি এবং নিজ নিজ স্থানে টেকসই উন্নয়ন নিয়ে কাজ করেন, এমন ব্যক্তিদের ‘দ্য হিউম্যানিটেরিয়ান প্লাটিনাম লিডারশিপ অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মাননা জানানো হয়েছে। এ বছর বিশ্বের ৪০ জন ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে এই সম্মাননা পেয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি রিসার্চ এবং দ্য হিউম্যানিটেরিয়ান ফোকাস ফাউন্ডেশন থেকে যৌথভাবে এই পুরস্কার প্রদান করা হয়। গত ২০ জুলাই বিশেষ অভ্যর্থনার জায়েদ খানের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

তবে এই পুরস্কারপ্রাপ্তির খবরে ক্রমাগত ট্রলের শিকার হচ্ছেন জায়েদ খান। ধারণা করা হচ্ছে, অর্থের বিনিময়ে অ্যাওয়ার্ড কিনেছেন তিনি।

একের পর এক ট্রলের পর জড়তাপূর্ণ ভুল ইংরেজিতে সমালোচকদের ওপর ক্ষোভে ঝাড়লেন জায়েদ খান। আমেরিকার একটি অনুষ্ঠানে জ্বালাময়ী বক্তব্য দেন। সেই ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।

ওই বক্তব্যে জায়েদ বোঝাতে চেয়েছেন, ‘বাংলাদেশের অনেক অভিনয়শিল্পী ও সাংবাদিক আমাকে এই অ্যাওয়ার্ডের জন্য শুভকামনা জানিয়েছেন। দেশের কিছু মানুষ ও সাংবাদিক আমার এই অ্যাওয়ার্ড পাওয়াতে খুশি নন। কারণ তারা আমাকে হিংসা করেন।

তার এমন ইংরেজি বলা শুনে, রীতিমতো হেসে কুটোপাটি নেটিজেনরা। কেউ কেউ তো তার কাছে স্পোকেন ইংলিশের কোর্স করতে চাইছেন। আবার অনেকে তো তাকে, হিরো আলমের দ্বিতীয় সংস্করণ বলেও মজা করছেন।

যদিও এসব সমালোচনা নিয়ে মোটেই মাথা ঘামান না জায়েদ। পূর্বের বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অযোগ্যরাই কেবল সমালোচনা করেন। সুতরাং নিজের শর্তেই এগিয়ে যাবেন সামনে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে