কুষ্টিয়া জেলা কারাগারের দুই কয়েদির মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩; সময়: ২:০২ অপরাহ্ণ |
কুষ্টিয়া জেলা কারাগারের দুই কয়েদির মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : কুষ্টিয়া জেলা কারাগারের দুই কয়েদির মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (১০ আগষ্ট) দিবাগত রাত সোয়া একটার দিকে এবং ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয় ।

এর আগে রাত সাড়ে ১২ টার দিকে একজন এবং রাত ভোর ৫টার দিকে অপর জন অসুস্থ্য হয়ে পড়লে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন কারা কর্তৃপক্ষ ।

মৃত দুই কয়েদি হলেন, কুষ্টিয়া শহরতলীর চর থানাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আবুল কালাম(৪০)। তিনি একটি মাদকের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আজমল হোসেন(৬০)। আজমল একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

কুষ্টিয়া জেনালের হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া দুই কয়েদি হৃদযন্ত্রের সমস্যা জনিত কারণে অসুস্থ্য হওয়ায় তাদের জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

এবিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেলা কারাগারের জেলার আবু মুছা জানান, কয়েদি আবুল কালাম রাত ১২ টার দিকে এবং আজমল ভোরের দিকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে তাদের কুষ্টিয়া জেনারেল হসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এর কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে আবুল কালাম এবং ভোর সাড়ে ৫ টার দিকে আজমল মারা যায়।

পরে আইনি প্রক্রিয়ার জন্য মৃত দুইজনের মরদেহের সুরোতহাল এবং ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে আদালতের নির্দেশনা মতে পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে