পত্নীতলায় জাতীয় শোক দিবস পালন
নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে নজিপুর সরদারপাড়া মোড়ে বঙ্গবন্ধু চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন দপ্তরসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও রুমানা আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
এসময় উপস্থিত ছিলেন, পত্নীতলা ধামইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মুমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা প. প. কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ, কৃষি অফিসার শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল, প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মনিরুজ্জামান, থানার ওসি পলাশ চন্দ্র দেব, নির্বাচন কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, জেলা পরিষদের সদস্য ফাতেমা জিন্না ঝরনা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ অরুন, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, উপজেলা ছাত্র লীগের সভাপতি বদিউজ্জামান বিলাশসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিক সুধীজন শিক্ষক শিক্ষার্থী এবং উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
এর আগে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে পতাকা উত্তলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।