কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩; সময়: ৩:৩৫ অপরাহ্ণ |
কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : শিক্ষার মানোন্নয়ন, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বগুড়ার নন্দীগ্রামে কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম বেনজিরের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহীরিন সুলতানা ও ম্যানেজিং কমিটির সদস্য অভিলাষ চন্দ্র দিপু, শওকত জামান তুহিন, রুহুল আমিন, রাজ কুমার ও সমীত্রা দেবী প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে