সুজানগরে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকীতে আ.লীগের শোক র্যালি
নিজস্ব প্রতিবেদক, সুজানগর : সুজানগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সুজানগর উপজেলা আওয়ামী লীগ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।
কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি, আলোচনা সভা, দোয়া মহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ। এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধা নিবেদন করে সুজানগর উপজেলা ও পৌর আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ ।
শ্রদ্ধা নিবেদন শেষে সুজানগর উপজেলা আ.লীগের উদ্যোগে এক শোক র্যালি বের হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় শোক র্যালিতে উপস্থিত ছিলেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সহ-সভাপতি আহমেদ ফিরোজ কবির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, উপজেলা আ.লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শ্রী সুবোধ কুমার নটো, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ।
অন্যান্যের মধ্যে সাবেক দপ্তর সম্পাদক আজিজুর রহমান, সাবেক প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, সাবেক উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ইমরান সিরাজ সম্রাট, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক রাজু রায়, যুগ্ম আহ্বায়ক জায়দুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম সোহাগসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের অন্যান্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনাসহ দেশ এবং জাতির উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়। শেষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।