আত্রাইয়ে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩; সময়: ৫:০৮ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে গ্রামীণ ব্যাংক উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১৫ আগষ্ট বেলা ২টার দিকে গ্রামীণ ব্যাংক পাঁচুপুর শাখার আয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।
এসময় আরও উপস্থিত ছিলেন, পাঁচুপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রাকিব উদ্দিন, ম্যানেজার পলাশ কুমার চাকিসহ কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।
গ্রামীণ ব্যাংক পাঁচুপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রাকিব উদ্দিন জানান, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ শাখা হতে ৬৯টি কেন্দ্রের মাধ্যমে নিয়মিত সদস্যদের মাঝে ১৪ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।