পাবনায় বসতঘরে ঢুকে দর্জিকে কুপিয়ে হত্যা
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩; সময়: ৭:৩১ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
জ্যেষ্ঠ প্রতিবেদক, পাবনা : পাবনার ভাঙ্গুড়ায় বসতঘর থেকে এক দর্জির কুপিয়ে জখম করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হাসিনুর রহমান হাসু (৫৬)৷ বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে পৌর শহরের হাড়োপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসিনুর রহমান ওই এলাকার সোবহান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসিনুর রহমান প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার রাত দশটার দিকে বাড়িতে ফেরেন। এরপর খাওয়া দাওয়া শেষে নিজ ঘরে একাকি শুতে যান। তবে আজ বুধবার দুপুর পার হয়ে গেলেও বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে তার ঘরের দরজায় বাহিরে তালা দেওয়া এবং ঘরের মাটির মেঝে খোড়া দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তারা তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে হাসিনূরের রক্তাক্ত মরদেহ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানালে সাড়ে তিনটার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের তিনটি গভীর ক্ষত রয়েছে। দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।