তানোরে বিল কুমারী বিল ও পুকুরে  মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩; সময়: ৭:৫০ অপরাহ্ণ |
তানোরে বিল কুমারী বিল ও পুকুরে  মাছের পোনা অবমুক্ত
সাইদ সাজু, তানোর : নিরাপদ মাছে ভরবো দেশ’ গড়বো স্মার্ট বাংলাদেশ’, এ পতিপাদ্যকে সামনে রেখে তানোর বিল কুমারী বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী।
তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক।
মৎস্য অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক অলক কুমার সাহা, রাজশাহী বিভাগীয় মৎস্য উপ-পরিচালক অহেদ মন্ডল, রাজশাহী জেলা মৎস্য অফিসার জাহাঙ্গীর আলম।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেন।
তানোর উপজেলা আ’ লীগ সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক আবুল বাশার সুজন  তানোর উপজেলা সেচ্ছা সেবক লীগ সাধারন সম্পাদক রমিল হাসান সুইট প্রমুখ।
.
তানোর উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেন বলেন, ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ত খাত তানোর বিল কুমারী বিলে বিভিন্ন প্রজাতির ১শ’ ৬৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
তানোর উপজেলা পরিষদ চত্বরের দুটি পুকুরে ৬০ কেজি, ভান্ডাল আবাসন  প্রকল্পের পুকুরে ২০ কেজি, কোয়েল হাট গুচ্ছ গ্রাম পুকুরে ২০ কেজি, চাপড়া এতিম খানায় পুকুরে ৩০ কেজি ও তানোর মহিলা ডিগ্রী কলেজ পুকুরে ২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে