তানোরে নাশকতা মামলায় জামায়াতের ৪ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩; সময়: ৭:৫৯ অপরাহ্ণ |
তানোরে নাশকতা মামলায় জামায়াতের ৪ নেতা গ্রেপ্তার

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে নাশকতা মামলায় ৪ জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।

মঙ্গলবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাদেরকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এরা হলেন, মুন্ডমালা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমির হোসেন, মুন্ডমালা কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মুন্ডমালা পৌর জামায়াতের আমির আনিসুর রহমান।

তানোর চান্দুড়িয়া ইউপি জামায়াতের আমির রুহুল আমিন ও একই এলাকার আবু বক্কর স্কুল এন্ড কলেজের বিএসসি শিক্ষক শরিয়তুল্লাহ।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুর রহিম বলেন,আটককৃতদের বিরুদ্ধে তানোর থানায় নাশকতা আইনের মামলা ছিল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদেরকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে