পোরশায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের বিভিন্ন উপকরণ বিতরণ
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩; সময়: ৩:০৮ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের সদস্যরা বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন।
বৃহস্পতিবার পরীক্ষা শুরুর আগে বাংলাদেশ ছাত্রলীগ পোরশা সরকারি কলেজের উদ্যোগে সংশ্লিষ্ট পলক্ষিা কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহণ করতে আসা পরিক্ষার্থীদের হাতে কলম, খাবার পানি, খাবার সেলাইন সহ্ বিভিন্ন উপকরন তুলে দেয়া হয়।
উপজেলা আওয়াামী লীগের দিক নির্দেশনায় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আজিজুল হাকিম শাহের নেতৃত্বে এসময় উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক রেজওয়ান ফেরদৌস, কলেজ ছাত্রলীগের সদস্য রনি কুমার মন্ডল, ফরহাদ হোসেন সুমন, সাব্বির হোসেন, রাজিম বাবু, আকমল, সোহেল রানা, কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।