পবায় উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩; সময়: ১০:১৩ অপরাহ্ণ |
পবায় উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুর, নদী, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও অভ্যন্তরীণ জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।

শুক্রবার (১৮ আগষ্ট ) উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত পুকুরসহ উপজেলা ও সিটি এলাকার ১৯টি জলাশয়ে পর্যায়ক্রমে দেশীয় প্রজাতির বিভিন্ন পোনামাছ অবমুক্তকরণ করা হয়।

উপজেলা চত্তর জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লসমি চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো: আয়েন উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় উপ-পরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা: আরজিয়া বেগম, সহকারী কমিশনার ভূমি অভিজিত সরকার, নওহাটা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আসাদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম।

উপস্থিত ছিলেন ইউআরসি রেহেনা আকতার, ইউডিএফ জাকিয়া সুলতানা, পবা উপজেলা জামে মসজিদের পেশ ইমাম গোলাম মওলা, পবা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি যুগ্মসাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, দপ্তর সম্পাদক আব্দুল মাননান, উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান, সহ জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিগণ ও মৎস্য দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য উপজেলার ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা ও সিটি এলাকার ১৯টি জলাশয়ে ৫শত ৭০কেজির অধিক দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। জলাশয় গুলো- উপজেলা পরিষদ পুকুর, জেলা প্রশাসকের বাংলো সংলগ্ন পুকুর,

পুলিশ লাইনস পুকুর, পুলিশ কমিশনার মেট্রোপলিটন বাংলো সংলগ্ন পুকুর, তেকাটাপাড়া গুচ্ছগ্রাম পুকুর, বিনোদপুর ফল গবেষণা কেন্দ্র পুকুর, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ পুকুর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পুকুর, নিত্য সাহায্যকারীনি মা-মারীয়া-আন্ধার কোঠা কাথলিক চার্চ পুকুর, রাজশাহী সুগার মিলস লিমিটেড পুকুর, ওমরপুর খ্রীস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্র পুকুর।

এছাড়াও উত্তরাঞ্চল রাজশাহী পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় সংলগ্ন পুকুর, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালকের কার্যালয় সংলগ্ন পুকুর, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট সংলগ্ন পুকুর, বারনই নদী ইটাঘাটি তালতলা মৎস্য অভয়াশ্রম, বারনই নদী আমগাছি চাপদহ মৎস্য অভয়াশ্রম, বারনই নদী বড়ইকুড়ি দুয়ারি মৎস্য অভয়াশ্রম, বিভাগীয় কমিশনারের বাংলো পুকুর, হযরত শাহমুখদুম রুপোশ (রহ:) মাজার সংলগ্ন পুকুর।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে