বিনা বিচারে কারাভোগ, ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে সরকার

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩; সময়: ১০:২৩ পূর্বাহ্ণ |
বিনা বিচারে কারাভোগ, ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে সরকার

পদ্মাটাইমস ডেস্ক : বিনা বিচারে ১৮ বছর কারাগারে থাকার পর খালাস পেয়েছেন নিউজিল্যান্ডের এক ব্যক্তি। এ ঘটনায় ৩০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৩৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

শুক্রবার (১৮ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৯৮৬ সালে অকল্যান্ডের একটি বাড়িতে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহতের ঘটনায় অ্যালান হল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ঘটনাস্থলে অপরাধীদের রেখে গিয়েছিল একটি বেয়নেট এবং একটি পশমি টুপি। একই ধরনের জিনিস ছিল অ্যালান হলেরও। সেই সূত্রেই ঘটনার দুই মাস পর প্রধান সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

হলকে এ ঘটনায় দায়ী করা হলেও পরে ফরেনসিক প্রতিবেদনে দেখা যায়, খুনির উচ্চতা আর অ্যালান হলের উচ্চতা এক নয়।

হলকে ১৯৯৪ সালে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু মুক্তির শর্ত ভঙ্গ করায় ২০১২ সালে আবারও জেলে যেতে হয়। শেষ পর্যন্ত গত বছর তিনি খালাস পান। নিউজিল্যান্ডের সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে, প্রাথমিক বিচারটি ভুল ছিল।

নিউজিল্যান্ডের আইনমন্ত্রী ডেবোরা রাসেল গতকাল শুক্রবার বলেছেন, হল ৩০ লাখ ডলার ক্ষতিপূরণের প্রস্তাব গ্রহণ করেছেন। নিউজিল্যান্ড সরকার অন্যায়ভাবে তাকে দোষী সাব্যস্ত করা এবং কারাবাসে বাধ্য করার জন্য ক্ষমাপ্রার্থী।

রাসেল আরও বলেন, ‘আমি স্বীকার করি যে, ক্ষমা এবং ক্ষতিপূরণ কখনোই হলের প্রতি যে অন্যায় হয়েছে তার পূর্ণ প্রতিকার হতে পারে না।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে