স্পেনে দাবানল, বাড়িঘর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩; সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ |
স্পেনে দাবানল, বাড়িঘর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ

পদ্মাটাইমস ডেস্ক : স্পেনের টেনেরিফ দ্বীপের দাবনাল কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। এর ভয়াবহতা সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে। এমন অবস্থায় বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। এখন পর্যন্ত ২৬ হাজার মানুষকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে।

গরম ও শুষ্ক আবহাওয়ার মধ্যে গত বুধবার স্পেনের সর্বোচ্চ শিখর মাউন্ট টাইডে আগ্নেয়গিরির চারপাশে একটি পাহাড়ি জাতীয় উদ্যানে আগুন ছড়িয়ে পড়ে।

আঞ্চলিক নেতা ফার্নান্দো ক্লাভিজো শুক্রবার বলেছেন, দাবানলের কারণে এখন পর্যন্ত ৫ হাজার হেক্টর এলাকাজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া সাত হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে তিনি জানান, সেখানের দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। গত ৪০ বছরের এমন আগুন সেখানে দেখা যায়নি। গরম, শুষ্ক ও ঝোড়ো আবহওয়ার কারণে এমন অবস্থা তৈরি হয়েছে বলেও জানান তিনি।

ক্যানারি আইল্যান্ডস জরুরি সার্ভিস জানিয়েছে, শনিবার বিকেল নাগাদ ২৬ হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে। আর শুক্রবার সরিয়ে নেয়া হয়েছিল সাড়ে চার হাজার লোককে। আগুনে ১১টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।

আটলান্টিক মহাসাগরের এই দ্বীপে প্রায় ১০ লাখ লোক বাস করে। এটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। স্থানটি মরক্কো থেকে ৬০ মাইল দূরে। শনিবার আগুনের শিখা অনেক দূর থেকে দেখা যেতে থাকে।

আগুন নেভাতে হেলিকপ্টার থেকে পানি ফেলতে দেখা যায়। ক্যানারি আইল্যান্ডসে এ ধরনের আগুন আগে কখনো লাগেনি। টেনেরিফ কাউন্সিল সভাপতি রোসা ড্যাভিলা সাংবাদিকদের বলেন, তার প্রথম অগ্রাধিকার লোকজনকে রক্ষা করা।

আটলান্টিকের দ্বীপটিতে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করে। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রও বটে। সাত দ্বীপের এই দ্বীপপুঞ্জটি আফ্রিকার উত্তর-পশ্চিম এবং স্পেনের মূল ভূখণ্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত। দ্বীপপুঞ্জটি মরক্কো থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দূরে অবস্থিত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে