ব্রাজিলে বাস দুর্ঘটনায় ফুটবল সমর্থক নিহত, ৭

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩; সময়: ১০:২৮ পূর্বাহ্ণ |
ব্রাজিলে বাস দুর্ঘটনায় ফুটবল সমর্থক নিহত, ৭

পদ্মাটাইমস ডেস্ক : ব্রাজিলে একটি বাস দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে রোববার পাহাড়ি রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

ফুটবল ভক্তদের বহনকারী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এমন দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএফপির খবরে বলা হয়েছে, রোববার দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যের বেলো হরিজন্তের কাছে এক হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। খবরে বলা হয়েছে, সাও পাওলোর করিন্থিয়ানস ফুটবল ক্লাবের ৪০ জনেরও বেশি ভক্ত ওই বাসে ছিলেন।

আগের রাতে বেলো হরিজন্তে থেকে একটি ম্যাচ দেখে ফিরছিলেন। আহত যাত্রীরা জানান, নিয়ন্ত্রণ হারানোর কিছুক্ষণ আগে বাসচালক চিৎকার করে বলেছিল, বাসের ব্রেক কাজ করছে না।

মিনাস গেরাইস ফায়ার সার্ভিসের কর্মকর্তা লেফটেন্যান্ট ফার্নান্দো ফ্রয়েস হতাহতের সংখ্যা জানালেও হাসপাতালে ভর্তি হওয়া আহত ব্যক্তিরা কী অবস্থায় ছিলেন তা বলেননি।

দেশটির ন্যাশনাল এজেন্সি অফ ল্যান্ড ট্রান্সপোর্টেশন (এএনটিটি) একটি বিবৃতিতে বলেছে যে, বাসটি অনিবন্ধিত ছিল এবং রাজ্যগুলোর মধ্যে যাত্রী পরিবহনের অনুমোদন ছিল না।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন, বিভিন্ন ক্লাব নিহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে