জাল সনদে চাকরি নেয়ায় রামেবির ভিসির পিএস বরখাস্ত

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩; সময়: ৯:৪৪ অপরাহ্ণ |
জাল সনদে চাকরি নেয়ায় রামেবির ভিসির পিএস বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : সনদ জালিয়াতি করে চাকরি করার অভিযোগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) ইসমাঈল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে রামেবি সিন্ডিকেট।

গত রোববার (২০ আগস্ট) এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। রামেবির সিন্ডিকেটের ১৩তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামেবির রেজিস্ট্রার ডা. আনোয়ারুল কাদের।

এর আগে রামেবির উপাচার্য সিন্ডিকেট কমিটির অনুমোদন ছাড়াই ইসমাঈল হোসেনের জাল সনদের বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করেন। ওই কমিটি ইসমাঈলের পক্ষে প্রতিবেদন দাখিল করে। চাকরি গ্রহণের সময় ইসমাঈল হোসেন স্টামফোর্ড ইউনিভার্সিটির সার্টিফিকেট দেন। তার সেই সার্টিফিকেট জালিয়াতির বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়।

রামেবির রেজিস্টার অধ্যাপক ডা. আনোয়ারুল কাদের বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক ইসমাঈল হোসেনের নিয়োগের বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। যতদিন পর্যন্ত তদন্ত কার্যক্রম চলবে ততদিন তিনি চাকরি থেকে সাময়িক বরখাস্ত থাকবেন। গত ২০ আগস্ট থেকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ম অনুসারে খোরপোষ ভাতা পাবেন।

এদিকে, এ ঘটনায় রামেবি সিন্ডিকেটের তিন সদস্যের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, স্বাস্থ্য বিভাগের যুগ্ম-সচিব মল্লিকা খাতুন এবং রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ ডা. মো. নওশাদ আলী। আগামী এক মাসের মধ্যে তদন্ত কমিটিকে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে