এনবিআইইউ’র উপাচার্যের সাথে বর্ষীয়ান প্রাণীবিজ্ঞানীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩; সময়: ৭:২২ অপরাহ্ণ |
এনবিআইইউ’র উপাচার্যের সাথে বর্ষীয়ান প্রাণীবিজ্ঞানীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস-এর সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বর্ষীয়ান প্রাণীবিজ্ঞানী মো. সোহরাব আলী সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী নগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে উপাচার্য দপ্তরে তিনি এই সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় এনবিআইইউ উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস তাঁর প্রিয়শিক্ষক অধ্যাপক সোহরাব আলীর সুস্বাস্থ্য কামনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অধ্যাপক সোহরাব আলী তাঁর প্রিয়ছাত্র প্রফেসর ড. বিধান চন্দ্র দাস নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগদান করায় ধন্যবাদ জানান এবং আর্শীবাদ করেন।

বাংলাদেশে প্রাণিবিজ্ঞান শিক্ষা ও গবেষণায় উৎসর্গকৃত অন্যতম পথিকৃৎ, নিরহংকারী, নিবেদিত প্রাণ বর্ষীয়ান প্রাণিবিজ্ঞানী অধ্যাপক সোহরাব আলী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে