ভরা মৌসুমেও, সীমিত আয়ের মানুষের পাতে উঠছে না ইলিশ

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৩; সময়: ১২:৩৬ অপরাহ্ণ |
ভরা মৌসুমেও, সীমিত আয়ের মানুষের পাতে উঠছে না ইলিশ

পদ্মাটাইমস ডেস্ক : দেশের জাতীয় মাছ ইলিশ। চলতি ভরা মৌসুমে প্রচুর ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। বাজারেও উঠছে প্রচুর ইলিশ। তারপরেও মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের পাতে উঠছে না জাতীয় এই মাছ।

শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি ১৪০০-১৫০০ টাকায়।

এছাড়াও হাফ কেজি সাইজের ইলিশ ৮০০-১০০০ টাকা, চারটায় এক কেজি হয় এমন সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায়। মাছের সাইজ যত বড় হচ্ছে দাম আরও বেশি চাচ্ছেন বিক্রেতারা। এছাড়াও জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকায়।

রাজধানীর মালিবাগ বাজারে এক বিক্রেতা বলেন, ‘ইলিশের দাম আরও বেশি ছিল, অহন তাও কমছে কয়েকদিন আগে এক কেজি সাইজের ইলিশ বেচছি ১৭০০-১৮০০ টাকায়। সে হিসেবে অহন দুই-তিনশ টাকা কমছে।’

আরেক বিক্রেতা বলেন, ‘আড়তে প্রচুর ইলিশ থাকলে কি হইবো, আমরা যেই দামে পাই সে হিসাবেই বিক্রি করি। বিভিন্ন ধরনের ইলিশ আছে।

৪০০ টাকা থেইকা শুরু কইরা ১৫০০-১৬০০ টাকা কেজি ইলিশ মাছ আছে। যার যেইটা দামে কুলায় সে সেটা কিনব। এদিকে ক্রেতারা বলছেন, বাজারে প্রচুর মাছ উঠলেও দাম নাগালের বাইরে। তাই ইচ্ছা থাকলেও কিনতে পারেন না তারা।

মালিবাগ বাজারে বাজার করতে আসা মনির নামে একজন বলেন, মাছের যে দাম তাতে ইলিশ তো দূরের কথা, পাঙ্গাশ তেলাপিয়াও সাধ্যারে বাইরে চলে যাচ্ছে।

কয়েক মাস আগে যেই তেলাপিয়া মাছ ১২০-১৩০ টাকায় কিনছি এখন সেগুলাই দুইশ টাকার উপরে। পাঙ্গাশ মাছের দাম ২০০-২৫০ টাকা। কেমনে মাছ কিনব!

আরেক ক্রেতা মানিক বলেন, বাসায় মেহমান আসছে, ইলিশ মাছের যে দাম, ছোট সাইজের ইলিশও সাত-আটশ টাকা চাচ্ছে। ছোট সাইজের জাটকাও ৪০০-৫০০ টাকা। এটা ছাড়া আমাদের কেনার কোনো উপায় নাই।

অপরদিকে শুধু ইলিশ মাছই নয়, সব মাছই চড়া দামে বিক্রি হচ্ছে বাজারে। রুই মাছ সাইজ ও মান ভেদে প্রতি কেজি ৩০০-৪০০ টাকা, কাতল মাছ ৩৫০-৪৫০, মিরকা ২৮০-৩২০, তেলাপিয়া ২২০-২৫০, পাঙ্গাস ২০০-২৪০, পাবদা ৫০০-৬০০, সুরমা ২৫০-৩০০, চাষের কই ২৫০-২৮০, শিং ৪০০-৫০০, চিংড়ি ৬০০-৮০০ টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে।

গত কয়েক মাস ধরেই বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মাছ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে