লিটনকে এশিয়া কাপে পাওয়া নিয়ে শঙ্কা

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩; সময়: ৯:৪৫ পূর্বাহ্ণ |
খবর > খেলা
লিটনকে এশিয়া কাপে পাওয়া নিয়ে শঙ্কা

পদ্মাটাইমস ডেস্ক : এশিয়া কাপে খেলতে শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের সাথে যেতে পারেননি অন্যতম ওপেনার ও উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস।

জানা গেছে জ্বরে আক্রান্ত লিটন। সোমবার (২৮ আগস্ট) জ্বর কমলে তার শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। তবে জ্বর না কমায় শ্রীলঙ্কায় যেতে পারেননি লিটন। এখনো লিটনের বিকল্প হিসেবে কাউকে ডাকেনি বিসিবি।

হাতে অবশ্য খুব একটা সময়ও নেই। আগামীকাল ৩০ আগস্ট বুধবার শুরু হবে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপের চলতি আসর। এশিয়া কাপের প্রথম ম্যাচে লিটন খেলতে পারবেন কী? বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট।

লিটন যদি আজ মঙ্গলবার শ্রীলঙ্কাতে যান, তাহলে একদিনের ব্যবধানে মাঠে নাম কঠিন হবে। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ‘এশিয়া কাপের প্রথম ম্যাচে লিটনের খেলার সম্ভাবনা কম। সে যদি কাল যায়, তাহলে থাকে একদিন। এ অবস্থায় মাঠে নামা তার জন্য কঠিনই।’

তাই এশিয়া কাপের প্রথম ম্যাচে লিটনকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ লিটন শ্রীলঙ্কা পৌঁছাতে পারলেও খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়।

এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামী ৩ সেপ্টেম্বর। পাকিস্তানের লাহোরে সে ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান।

বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড :

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও মোহাম্মদ নাইম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে