মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩; সময়: ৫:২৫ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ মঙ্গলবার দুপুরে ইউএনওর সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, বীরমুক্তিযোদ্ধা খোদাবকস মিয়া, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, এসএম গোলাম আজম, শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, নওফেল আলী মণ্ডল প্রমুখ।