অস্ট্রিয়ার প্রটোকলে বাংলাদেশি দূতের প্রশংসাপত্র উপস্থাপন

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩; সময়: ১১:১০ পূর্বাহ্ণ |
খবর > জাতীয়
অস্ট্রিয়ার প্রটোকলে বাংলাদেশি দূতের প্রশংসাপত্র উপস্থাপন

পদ্মাটাইমস ডেস্ক : অস্ট্রিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল রাষ্ট্রদূত ম্যাক্সিমিলিয়ান হেনিগেরের কাছে তার প্রশংসাপত্রের অনুলিপি উপস্থাপন করেছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) ভিয়েনার স্থানীয় সময় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত অস্ট্রিয়ার ফেডারেল মিনিস্ট্রি অব দ্যা ইউরোপিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে তার প্রশংসাপত্রের অনুলিপি উপস্থাপন করেন।

বাংলা‌দেশ মিশনসমূ‌হের মহাপরিদর্শকের দায়িত্ব পালনকালে গত ৯ মে আসাদ আলম সিয়ামকে অস্ট্রিয়ার নতুন রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত জানায় সরকার।

১৯৯৫ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়া সিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলা‌দেশ মিশনসমূ‌হে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন ক‌রে‌ছেন।

পেশাদার কূটনীতিক সিয়াম ফরেন সা‌র্ভিস একা‌ডে‌মির রেক্ট‌রের দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। তি‌নি মন্ত্রণাল‌য়ে চিফ অব প্রটোকলের দায়িত্ব পাল‌নের আগে ইউরোপ উইংয়ের মহাপরিচালক ছিলেন। এছাড়া, সিয়াম ফি‌লি‌পি‌ন্স এবং পালাউ‌য়ে বাংলা‌দে‌শের রাষ্ট্রদূ‌ত ছি‌লেন।

এর আগে, তিনি ইতালির মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাই-কমিশনারের দায়িত্ব পালন করেন। এছাড়া জাকার্তা ও ব্যাংককে বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন সিয়াম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে