বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এবাদত

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩; সময়: ১:২৪ অপরাহ্ণ |
খবর > খেলা
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এবাদত

পদ্মাটাইমস ডেস্ক : ঘরের মাঠে জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন এবাদত হোসেন। মাঠের ক্রিকেটে ফেরার লক্ষ্যে অবশ্য মিরপুরে কঠোর অনুশীলন করছিলেন এই পেসার।

কিন্তু পুরোপুরি ফিট না হওয়ায় এশিয়া কাপের স্কোয়াড থেকে ছিটকে গেছেন তিনি। অর্থাৎ শুরুর আগেই শেষ হয়েছে এবাদত হোসেনের এশিয়া কাপ খেলার স্বপ্ন।

ইনজুরির কারণে আসন্ন এশিয়া কাপ খেলা না হলেও অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে এবাদতকে পাওয়ার বিষয়ে আশাবাদী ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার জন্য এই পেসারকে উন্নত চিকিৎসা দিতে দ্রুত ইংল্যান্ডে পাঠায় বিসিবি।

এবার জানা গেলো, তিন থেকে চার মাসের জন্য ছিটকে গেছেন ডানহাতি এই পেসার। যার কারণে বিশ্বকাপও খেলা হচ্ছে না এবাদতের। বুধবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বুধবার সকালে জানা যায়, লন্ডনে ডাক্তারের ছুরিকাঁচির নিচে জেতে হচ্ছে এবাদতকে। যার কারণে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

এবাদত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওর মাধ্যমেই নিজের হাঁটুর অস্ত্রোপচারের কথা জানান। সেখানে তিনি সকলের দোয়াও চেয়েছেন।

এদিকে এবাদতের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে। তারা নিশ্চিত করেছেন হাঁটুর অস্ত্রোপচারের জন্য কমপক্ষে ৩-৪ মাস মাঠের বাইরে থাকতে হবে এবাদতকে। যার কারণে আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও খেলা হচ্ছে না তার।

১২ ওয়ানডে খেলা ইবাদতের ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা ছিল দুর্দান্ত। গত বছর আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তাঁর অভিষেক। এরপর সব মিলিয়ে ১১ ইনিংসে বল করে ২২টি উইকেট নিয়েছেন তিনি।

বাংলাদেশের ওয়ানডে দলের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করেছিলেন এই পেসার। কিন্তু বিশ্বকাপের মতো আসরে ইবাদতকে না পাওয়া বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে