সাকিবের বিদায়ে চাপে বাংলাদেশ

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩; সময়: ৪:৪৫ অপরাহ্ণ |
খবর > খেলা
সাকিবের বিদায়ে চাপে বাংলাদেশ

পদ্মাটাইমস ডেস্ক : মাতিশা পাতিরানার অফ স্টাম্পের বাইরের বাড়তি বাউন্সের বলে একটু যেন চমকেই গেলেন সাকিব। কাট করতে চেয়েছিলেন, তবে শট খেলে ফেলেন আগেভাগেই।

আউটসাইড-এজ যায় উইকেটের পেছনে, কুশল মেন্ডিস বাঁ দিকে ডাইভ দিয়ে নিয়েছেন ভালো ক্যাচ। সেটি ঠিকঠাক নিয়েছেন কি না, তা দেখার জন্য টেলিভিশন আম্পায়ারের কাছে যান মাঠের দুই আম্পায়ার।

তবে টেলিভিশন আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেননি সাকিব, ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন তার আগেই। ১১তম ওভারে তৃতীয় উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ, স্কোরবোর্ডে উঠেছে ৩৬ রান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা তেমন সুবিধার হলো না বাংলাদেশের। পাওয়ার প্লেতে ড্রেসিং রুমে ফিরেছেন দুই ওপেনার। স্কোর বোর্ডে জমা হয়েছে ৩৪ রান।

প্রথম ওভারে কাসুন রাজিথাকে বাউন্ডারি মেরে রানের খাতা খোলেন মোহাম্মদ নাঈম শেখ। পরের ওভারে মাহিশ থিকশানার বলে এলবিডব্লিউ হন অভিষিক্ত তানজিদ হাসান। শূন্য হাতেই ফেরেন তিনি।

পরে একবার রিভিউ ও একবার ক্যাচ দিয়েও বেঁচে যান নাজমুল হোসেন শান্ত। নাঈম শেখ রয়ে সয়ে এগোতে থাকলেও হুট করে বড় শটের চেষ্টায় বিলিয়ে দেন নিজের উইকেট। ২৩ বলে করেন ১৬ রান।

শ্রীলঙ্কা একাদশ-দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশাল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও মাথিশা পাতিরানা

বাংলাদেশ একাদশ- সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে