সন্ধ্যার মধ্যে যেসব জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩; সময়: ১২:১৫ অপরাহ্ণ |
খবর > জাতীয়
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস

পদ্মাটাইমস ডেস্ক : দেশের ৭ জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বুলেটিনে এ পূর্বাভাস দেওয়া হয়।

আবহাওয়াবিদ হাফিজুর রহমানের স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়- ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে