আয়নায় মুখ দেখলেন ইমরান, মানিয়ে নিয়েছেন কারাগারে

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩; সময়: ১২:২৪ অপরাহ্ণ |
আয়নায় মুখ দেখলেন ইমরান, মানিয়ে নিয়েছেন কারাগারে

পদ্মাটাইমস ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারের পরিবেশে মানিয়ে নিয়েছেন। প্রায় এক মাসের কারাজীবনে সম্প্রতি তিনি প্রথম আয়নায় নিজের মুখ দেখেছেন। ইমরানের আইনি দলের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

বৃহস্পতিবার প্রতিবেদনে বলা হয়, সালমান সাফদারের নেতৃত্বাধীন আইনি দলের সঙ্গে কারাগারে কথা বলেছেন ইমরান খান।

রাষ্ট্রীয় উপহার কেনাবেচা-সংক্রান্ত (তোশাখানা) দুর্নীতি মামলায় ৫ আগস্ট ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি বিচারিক আদালত। সাজা ঘোষণার পরই তাকে লাহোরের জামান পার্কের বাসা থেকে গ্রেপ্তার করে পাঞ্জাবের কুখ্যাত অ্যাটক কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

তোশাখানা মামলায় ইমরানকে দেওয়া সাজা ২৯ আগস্ট স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট। সাজা স্থগিত হলেও ইমরানের মুক্তি মেলেনি। কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় তিনি এখন কারাগারে আছেন।

তবে তোশাখানা মামলায় সাজা স্থগিত হওয়ার পর বন্দি হিসেবে কারাগারে তার মর্যাদায় পরিবর্তন এসেছে। এখন কারাগারে তাকে বাড়তি কিছু সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। লেখালিখির জন্য তিনি একটি পেনসিল ও কাগজ পেয়েছেন। এতে তিনি খুশি। তাকে কারাকক্ষে একটি টেলিভিশন দেওয়া হয়েছে। এই টিভিতে শুধু রাষ্ট্রীয় পিটিভি চ্যানেল দেখা যায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে