সিরাজগঞ্জে ৩ দফা দাবিতে শ্রমিক ইউনিয়নের ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : কমিশন বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে রোববার সকাল থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন বন্ধ ও পরিবহন ধর্মঘট পালন করছে সিরাজগঞ্জ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।
এ কারণে বাঘাবাড়ি ওয়েল ডিপো হতে উত্তরবঙ্গ সহ টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহসহ ১৯ জেলায় প্রায় ৩০ লাখ লিটার দিনে জ্বালানী তেল সরবরাহ বন্ধ রয়েছে।
দাবিগুলো হলো- জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা, জ্বালানি তেল বিক্রয়ের ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক গেজেট প্রকাশ করা।
সাধারণত একটি ট্যাংক লরীর জীবন কাল ধরা হয় ২৫ বছর। শ্রমিকদের দাবী এটিকে ৫০ বছরে উত্তীর্ণ করতে হবে। তবে জ্বালানী পরিবহনের ক্ষেত্রে এই সময় কালে উর্তির্ন করার ক্ষেত্রে যথাযথা পরিক্ষা নিরিক্ষার প্রয়োজন আছে বলে মনে করছেন নীতি নির্ধাকরা।
অপরদিকে জ্বালানি তেল বিক্রয়ের ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করার দাবী তাদের। এটি বর্তমান ৫ শতাংশ হারে রয়েছে। শ্রমিকদের তৃতীয় দাবী হলো শ্রমীকদের দাবীর সকল চাহিদা গেজেট আকারে প্রকাশ করা হবে।
সিরাজগঞ্জ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ জানান, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালবে বলে তিনি জানান। তিনি দুপুরে আন্দোলনের বিষয়ে আরো চলেন, এরই মধ্যে এ সকল বিষয় নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসা হয়েছে।