শিবগঞ্জে নিরাপদ পানি সরবরাহ-বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩; সময়: ৭:৪৮ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা সেবা এবং বর্জ্য থেকে সার উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মাটি অর্গানিক লিমিটেড ও শিবগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে রবিবার সকালে শিবগঞ্জ পৌরসভা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জিওবি’র উপ-প্রকল্প পরিচালক শিশির কুমার বিশ্বাস, আইডিবির প্রকল্প তানভীর আহমেদ চৌধুরী, সুইস কন্টাক্টের এলইডি কোয়ার্ডিনেটর নাহিদ সুলতানা বর্ষা, খাইরুল আলম ভূঁইয়া প্রমূখ।
পরে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে সার উৎপাদনে মাটি অর্গানিক লিমিটেডে ও শিবগঞ্জ পৌরসভার মধ্যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।