শিবগঞ্জে ১’শ মেহগুনি গাছ কর্তনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকের এক বিঘা জমির প্রায় শতাধিক মেহেগুনি গাছ কেটেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাজাবিঘী গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক শ্যামপুর ইউনিয়নের শরৎনগর মিয়াপাড়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মেহেদী হাসান।
তিনি জানান, গত ৫ বছর আগে নিজের এক বিঘা জমিতে প্রায় শতাধিখ মেহগনির গাছের চারা লাগিয়েছিলেন। কিন্তু গেল রাতে কে বা কারা শত্রুতা করে গাছগুলো কেটে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি। তবে স্থানীয়রা বলছে- গাছগুলো রাতের অন্ধকারে কাটা হয়েছে। যদিও মানুষের সঙ্গে শত্রুতা থাকতে পারে, তবে গাছের সাথে শত্রুতা করা মোটেই উচিত হয়নি।
এর সুষ্ঠ বিচার দাবি করেন স্থানীয়রা। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, শত্রুতা বশত: এমন ঘটনা ঘটিয়েছে। এতে ওই কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ হাতে পাননি। অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।