শিবগঞ্জে ফেরদৌস মহলের ১১তম মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩; সময়: ৫:০২ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মরহুমা ফেরদৌস মহলের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে ফেরদৌস মহল বালিকা বিদ্যানিকেতন প্রাঙ্গণে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ফেরদৌস মহল বালিকা বিদ্যানিকেতন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক।
ফেরদৌস মহল বালিকা বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটির সভাপতি মনিমুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামুল হক রানা ও ফেরদৌস মহল বালিকা বিদ্যানিকেতনে প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে মরহুমা ফেরদৌস মহলের স্মৃতিচারণ করে রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।