শিবগঞ্জে পাটবীজ উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩; সময়: ৫:৩৬ অপরাহ্ণ |
শিবগঞ্জে পাটবীজ উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় নাবী পদ্ধতিতে পাটবীজ ও উৎপাদন কৌশল শীর্ষক চাষী প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ অজিত কুমার রায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী বিএডিসির বীজ বিপণনের উপপরিচালক সরোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম ও উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তাবারক হোসেন প্রমূখ। প্রশিক্ষণে উপজেলার ৭০ পাট চাষী অংশগ্রহণ করে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে