আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, আত্রাই : “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।
উপজেলা শিক্ষা অফিসার মাযহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নাহিদ, উপজেলা খাদ্য কর্মকর্তা মোশারফ হোসেন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আনছার ভিডিপি অফিসার আমিনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, প্রধান শিক্ষক রনি হোসেন, মালেকা বেগম, কোহিনুর বেগম, কোহিদুল ইসলাম বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রীর নেয়া নানামুখী পদক্ষেপের কারনে দেশে সাক্ষরতার হার দাঁড়িয়েছে ৭৬ দশমিক শুণ্য ৮ শতাংশ। যা ২০২২ সালে ছিলো ৭৪ দশমিক ৬৬ শতাংশ।
তিনি আরও বলেন, ১৯৭২ সালে প্রণীত সংবিধানের ১৭ নম্বর অনুচ্ছেদে দেশে নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক হিসাবে ঘোষণা করা হয়।
সে লক্ষ্যে ১৯৭৩ সালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রধান অনুষ্ঠান ঠাকুরগাঁয়ে পালনের মাধ্যমে ওইদিন ঠাকুরগাঁয়ের কচুবাড়ী-কৃষ্টপুর গ্রামকে বাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম হিসাবে ঘোষণা করা হয়।