পোরশায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন
নিজস্ব প্রতিবেদক, পোরশা : “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” প্রতিপাদ্যকে আলোকে নওগাঁর পোরশায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহযোগীতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম।
এসময় প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা কর্মকর্তা শামসুল আলম দেওয়ান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাইসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র/ছাত্রী প্রমুখ উপস্থিত ছিলেন।