শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩; সময়: ১০:৪০ পূর্বাহ্ণ |
খবর > খেলা
শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

পদ্মাটাইমস ডেস্ক : এশিয়া কাপে আরও একবার বাঁচা মরার লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। এখন পর্যন্ত টুর্নামেন্টের তিন ম্যাচে তিন ভিন্ন একাদশ নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।

লঙ্কানদের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বেলা সাড়ে তিনটায় মাঠে নামছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে এসেও দেখা যাবে পরিবর্তন। টিকে থাকার লড়াইয়ে ভাল কিছুই করতে চায় দলের খেলোয়াড়রা।

কলম্বোর প্রেমাদাসার স্টেডিয়াম ঐতিহাসিকভাবেই স্পিনবান্ধব। একইসঙ্গে ব্যাটিং সহায়ক হিসেবেও বেশ নাম আছে এর। পিচের কথা মাথায় রেখে, দল সাজানোর ক্ষেত্রেও আসছে পরিবর্তন। অন্তত গতকালের ট্রেনিং সেশনে তেমন আভাসই মিলেছে।

এদিন বাংলাদেশ একাদশে আসতে পারে দুই পরিবর্তন। নাঈম শেখের পরিবর্তে ওপেনিংয়ে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। এছাড়া থাকবেন লিটন দাস। তিনে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে।

চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়, ছয়ে মুশফিকুর রহিম। সাতে আফিফ হোসেন। আট নম্বরের জায়গায় দলে ফিরতে পারেন শেখ মেহেদি। স্পিনবান্ধব এবং ব্যাটিং সহায়ক উইকেট বিবেচনায় মেহেদিকে দেখা যেতে পারে এই ম্যাচে।

এছাড়া নয় দশ এবং এগারো নম্বরে দেখা যাবে তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবং শরিফুল ইসলামকে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে