ভারত পৌঁছালেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩; সময়: ১২:৩৭ অপরাহ্ণ |
ভারত পৌঁছালেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

পদ্মাটাইমস ডেস্ক : জি-২০ সম্মেলনে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ভারতে পৌঁছেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নয়াদিল্লিতে শনিবার সকালে শীর্ষ ভারতীয় কর্মকর্তারা সালমানকে স্বাগত জানান।

যুবরাজ সালমান জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দক্ষিণ এশিয়ার দেশটিতে আনুষ্ঠানিক একটি সফরও করবেন তিনি।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন উদ্বেগের বিষয়ে আলোচনা করবেন দুই নেতা। এছাড়া সৌদি-ভারত কৌশলগত অংশীদারি পরিষদের বৈঠকও অংশ নেবেন তারা।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শীর্ষ সম্মেলনে থাকছেন না। তার অনুপস্থিতিতে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

২০০৮ সালে প্রথম সংস্করণ অনুষ্ঠিত হওয়ার পর এই প্রথম কোনও চীনা প্রেসিডেন্ট জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে অনুপস্থিত থাকছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এ বছর শীর্ষ সম্মেলনে অনুপস্থিত থাকছেন। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় তিনি ভারত আসেননি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নয়াদিল্লিতে দেশটির প্রতিনিধিত্ব করবেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে