শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : ড. মহীউদ্দীন খান

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩; সময়: ৫:০১ অপরাহ্ণ |
শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : ড. মহীউদ্দীন খান

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, যে জাতি যত বেশি শিক্ষিত হবে, সে জাতি তত বেশি উন্নত হবে। তাই শিক্ষার মান বজায় রাখা একটি দেশের জন্য অতীব জরুরী।

একটি দেশ ও জাতির অগ্রগতির মূলে রয়েছে শিক্ষা। উন্নত জাতি গঠন ও মানব সম্পদ উন্নয়নে প্রাথমিক শিক্ষার ভূমিকা অপরিসীম। তাই প্রাথমিক শিক্ষার গুনগত মান্নোয়নে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।

তিনি শনিবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষকে সততা, নীতি, নৈতিকতা বুদ্ধিবৃত্তিক ও মনোজাগতিক বিকাশ ও মানবিক গুণ সম্পন্ন একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। শিক্ষার মান বজায় রাখতে প্রাথমিক শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নাছিমা আক্তার, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে