রাজশাহীতে বিভাগীয় বইমেলা শুরু

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩; সময়: ৫:৪৬ অপরাহ্ণ |
রাজশাহীতে বিভাগীয় বইমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক : শুরু হয়েছে রাজশাহী বিভাগীয় বইমেলা। শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী কলেজ চত্বরে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র এই বইমেলার আয়োজন করে। বইমেলা চলছে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় স্থান পেয়েছে ৬০টি স্টল।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইমতিয়াজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোখলেছুর রহমান আকন্দ, আরএমপির উপ-পুলিশ কমিশনার সাইফ উদ্দিন শাহীন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি মাজহারুল ইসলাম ও রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক জয়া মারীয়া পেরেরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে