সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩; সময়: ২:১৩ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুরের মানব হিতৈষী কর্মবীর ডাঃ মীর মোহাম্মদ আমজাদ হোসেনের ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিষ্ঠিত অলাভজনক সেবা প্রতিষ্ঠান খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার স্থল পাকড়াশী ইন্সটিটিউশনে দিনব্যাপী এ ক্যাম্প পরিচালনাকালে ৭৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করা হয়।

হাসপাতালের মাইক্রোবায়োলোজী বিভাগের অধ্যাপক ডাঃ আব্দুল্লাহ আখতার আহমদের নেতৃত্বে ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতিনিধি দল শিশু, গাইনী, নাক, কান, গলা, অর্থপেডিক, কার্ডিওলোজি, ইউরোলোজী, দন্ত, চক্ষু ও মেডিসিন বিভাগের আগত দরিদ্র রোগীদের চিকিৎসা পত্র ও ওষুধ প্রদান করেন।

এসময় হাসপাতালে প্রতিনিধি শফিকুল ইসলামসহ ২৫ জন এ সেবাকার্যক্রম পরিচালনা করে।

এদিকে প্রথমবারের মত বড় একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিমের তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় স্থানীয় রোগীরা খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা ও প্রয়াত প্রতিষ্ঠাতা ডাঃ আমজাদ হোসেনের আত্মার শান্তি কামনা করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে