বিশ্বমঞ্চে শেখ হাসিনা

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩; সময়: ২:৫৭ অপরাহ্ণ |
বিশ্বমঞ্চে শেখ হাসিনা

পদ্মাটাইমস ডেস্ক : ভারতে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে ব্যস্ততম সময় পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির রাজঘাটে বিশ্ব নেতাদের সঙ্গে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান।

বৃষ্টিভেজা রাজঘাটে সকালে জি-২০ নেতাদের স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তারা সবাই মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধাজ্ঞাপন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা সম্মেলন স্থল ভারত মান্দাপামে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

পরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক পর্যায়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংসহ সবাই একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দুই নেতা একে অপরের কুশল বিনিময় করেন।

এক ফাঁকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক মেঝেতে হাঁটু গেড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোফার পাশে এসে কুশল বিনিময় করেন এবং দুজন আলাপ করেন। এ সময় ঋষি সুনাক খালি পায়ে ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে